ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হোলির রঙ শ্রীলেখার মন রাঙায়নি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোলির রঙ শ্রীলেখার মন রাঙায়নি

গতকাল ছিল ফাগুনের ২৫তম দিন। ফাগুনের শেষ লগ্নে হোলি উৎসবে মেতেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশেষ করে তরুণ-তরুণীরা আবিরের রঙে মাতোয়ারা ছিলেন। বাংলাদেশের পাশাপাশি এই উৎসব কলকাতায় আরো বড় পরিসরে পালিত হয়ে থাকে।

এদিন টলিউড তারকারা বাহারি রঙে নিজেকে রাঙিয়েছেন। তবে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মনে কোনো রঙের ছোঁয়া লাগেনি। কারণ ভারতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। ঠিক তখন এই উৎসব অর্থহীন বলেই মনে করেন তিনি।

শ্রীলেখা মিত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘হোলি এমন এক উৎসব যে উৎসব কোনো রং মানে না। ধর্মীয় বিবাদে দেশ জ্বলছে আর তখন এই উৎসব যে কতটা রঙিন তা নিয়ে খানিকটা সন্দিহান। হোলি নেহাত ধর্মীয় উৎসব নয়, এটা মিলনের উৎসব। সম্প্রীতির উৎসব। যা কোনো গোষ্ঠীর দ্বন্দ্বে পড়ে না। এই উৎসব তো ন্যায়ের জয় অন্যায়ের উপর। হিন্দু-মুসলমান ভেদাভেদের ঊর্ধ্বে এই উৎসব।’

ছোটবেলার স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় পাড়ার সোমা, রাজু, সুবীর, মিমিদের সঙ্গে পিচকিরিতে রঙিন জল গুলে অপেক্ষা করতাম বাড়ির ছাদে বা রাস্তার কোনো গলিতে। কারণ পরিষ্কার জামা-কাপড় পরা কাউকে দেখলেই পিচকিরির জল বা বেলুনটা ছুড়ে মারতাম। এ ক্ষেত্রে যাকে রাঙিয়ে দেব আমার রঙে সে জুলিয়া নাকি জুবেদা, জোসেফ নাকি জসপ্রীত, সেটা নেহাতই গৌণ ছিল বরং আনন্দটাই মুখ্য। এ উৎসবের উদ্দেশ্য যখন ধর্ম বিধেয়, সেখানে ধর্ম বিধেয় হয়েই থাকুক না আমাদের সেকুলার ভারতবর্ষে।’


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়