ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা প্রাদুর্ভাব: সব প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১০:০৭, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা প্রাদুর্ভাব: সব প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা

এরই মধ্যে বাংলাদেশেও কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আগামীকাল থেকে দেশের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসমাগম হয় এমন সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

এদিকে সিনেমা হলে অনেক লোক সমাগম হয়ে থাকে। কিন্তু জনসমাগম এড়াতে হল মালিকরা কী সিদ্ধান্ত নিয়েছেন? এ বিষয়ে জানতে কথা হয় হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের সঙ্গে।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘করোনা আতঙ্কের কারণে আমরা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ১৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে।’ 

শুধু ঢাকাই চলচ্চিত্র নয়, হলিউড-বলিউড, টলিউড থেকে শুরু করে সকল শোবিজ অঙ্গনে এই ভাইরাসের প্রভাব পড়েছে। বন্ধ রাখা হয়েছে শুটিং। দেশের কয়েকটি সিনেমার শুটিংও বাতিল করা হয়েছে। এছাড়া সিনেমা মুক্তির তারিখও পিছিয়ে দিচ্ছেন প্রযোজকরা।



ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়