ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা প্রাদুর্ভাব: কেউ কেউ হল বন্ধের সিদ্ধান্ত মানছেন না

প্রকাশিত: ১২:৫৩, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা প্রাদুর্ভাব: কেউ কেউ হল বন্ধের সিদ্ধান্ত মানছেন না

বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়ে বাংলাদেশে আজ এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে। এছাড়া দেশের মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে আতঙ্কিত দেশের মানুষ। এরই মধ্যে দেশের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জনসমাগম হয় এমন সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এদিকে হল মালিক সমিতির পক্ষ থেকেও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু রাজধানীর মধুমিতা, অভিসার, বলাকাসহ বেশকিছু সিনেমা হল মালিকরা এ নির্দেশ অমান্য করে সিনেমা প্রদর্শনী করছে।

এসি বন্ধ করে সিনেমো হল চালু রাখার সিদ্ধান্তে অটল এসব হল মালিকরা। মধুমিতা হলে এখন শাকিব অভিনীত ‘শাহেনশাহ’ প্রদর্শন করছে। এদিকে গীত-সংগীত, পুনম, জোনাকী, চিত্রামহল, হলসহ প্রায় সকল সিনেমা হল বন্ধ রয়েছে।

এ বিষয় ইফতেখার উদ্দিন নওশাদ বলন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সরকারিভাবে আমরা এখন পর্যন্ত হল বন্ধের কোনো নোটিশ পাইনি। মন্ত্রণালয় থেকে কোনো নিদের্শনা আসলে অবশ্যই হল বন্ধ রাখব।’

দেশের সার্বিক দিক বিবেচনা করে গত সোমবার সিনেমা হলগুলো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এই বিষয় ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এর দায়িত্বে রয়েছেন প্রশাসন। তার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসলে আমরা ফলো করব। এখন যারা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা মন্ত্রণালয় অবমাননা করেছেন।’

এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাচন বন্ধের কোনো চিঠি আমরা পাইনি। তা ছাড়া প্রশাসন দায়িত্ব নিয়েছে কই? তারা তো অফিসে বসে না। এটা নওশাদ আঙ্কেল ইগো থেকে বলেছেন। তিনি তার হল খোলা রাখতেই পারেন। সেটা একান্তু তার বিষয়। আমরা আজ সব হলে চিঠি পাঠিয়ে দিয়েছি। এছাড়া ফোনেও বলে দিচ্ছি।’


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়