ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৃজিতকে পরামর্শ দিচ্ছে মেয়ে আইরা: মিথিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৃজিতকে পরামর্শ দিচ্ছে মেয়ে আইরা: মিথিলা

গতকাল বৃহস্পতিবার সকালে জোহানেসবার্গ থেকে কলকাতায় ফিরেছেন টলিউডের গুণী পরিচালক সৃজিত মুখার্জি। তারপর থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এদিকে সৃজিতের স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এখন বাংলাদেশে। অফিসের কাজের চাপ ও সৃজিতকে নিয়ে একটা চাপা উদ্বিগ্নতা কাজ করছে মিথিলার মনে।

মিথিলা আপাতত মেয়েকে নিয়ে ঢাকায় বাসায় আছেন। মাঝে মাঝেই স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। তাহসান-মিথিলার মেয়ে আইরাও সৃজিতের সঙ্গে কথা বলছেন। করোনার বিষয়ে ছোট্ট আইরাও তাকে পরামর্শ দিচ্ছে বলে জানিয়েছেন মিথিলা।

এ অভিনেত্রী বলেন, ‘সৃজিতকে খুব মিস করছি। ও বাড়িতে ফিরেই ভিডিও কল করেছিল, কথা হয়েছে। ওকে অনেক দিন বাড়িতে বন্দি থাকতে হবে। কিন্তু কিছু করারও নেই। তার ওপর আমিও কলকাতায় নেই। তবে প্রায়ই কাজের ফাঁকে ভিডিও কলে আমাদের কথা হচ্ছে। আইরাও কথা বলেছে। আইরা তো সৃজিতকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, কীভাবে সাবধানে থাকতে হবে। সৃজিত ওখানে একা, আর আমি এখানে ব্যস্ত। আইরার স্কুল বন্ধ। বাড়িতে ওর একেবারেই মন বসছে না। কখনো ছবি আঁকছে, আবার কখনো খেলছে। কী যে করবে ভেবে পাচ্ছে না। বিরক্ত হয়ে যাচ্ছে আবার বন্ধুদের সঙ্গে খেলতেও যেতে পারছে না।’

নিজের ব্যস্ততা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘বাড়িতেই আছি। বাড়িতে বসেই অফিসের কাজ করছি। বাড়িতে থাকলেও প্রচণ্ড কাজের চাপ। আমি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ড ডেভলপমেন্ট প্রোগ্রামের প্রধান হিসাবে আছি। তাই এই পরিস্থিতিতে আমার একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমার ব্র্যাকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা প্রসারের চেষ্টা করছি। ব্র্যাক তো তানজানিয়া, সুদানসহ আফ্রিকার বেশকিছু দেশে কাজ করে। ওসব দেশে করোনা নিয়ে একই পরিস্থিতি। ওখানেও স্কুল থেকে শুরু করে সবকিছু বন্ধ। এই পরিস্থিতিতে বাবা-মায়েরা যাতে সচেতন হন এবং বাড়িতেই শিশুদের সাপোর্ট দিতে পারেন, সেই বিষয়ে পরিকল্পনা চলছে।’

এদিকে গতকাল রাতে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়