ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা নিয়ে ভক্তদের কাছে শাহরুখের অনুরোধ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে ভক্তদের কাছে শাহরুখের অনুরোধ

বলিউড কিংখ্যাত অভিনেতা শাহরুখ খান। বিশ্বে তার অসংখ্য ভক্ত। বহুল আলোচিত করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরির জন্য ভক্তদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপসে শাহরুখ বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব জনসম্মুখে না আসার জন্য। যদি খুব প্রয়োজন না হয় ট্রেন ও বাসের মতো গণপরিবহণ এড়িয়ে চলুন। আগামী ১০-১৫ দিন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সংকট মোকাবেলায় সরকারের সঙ্গে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি আবারো সবাইকে অনুরোধ করছি, দয়াকরে আতঙ্কিত হবেন না, এই বিষয়ে তথ্যগুলো সম্পর্কে জানুন এবং সতর্ক থাকুন। দয়াকরে রাজ্য সরকারের পরামর্শ ও গাইডলাইন অনুসরণ করুন।’

এদিকে আগামীকাল রোববার ভারতে জনতা কারফিউ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ সম্পর্কে একটি টুইটে এই অভিনেতা লিখেছেন, ‘দুইয়ের অধিক ব্যক্তি একসঙ্গে না থাকাটা খুবই জরুরি। স্বেচ্ছায় কোয়ারেন্টাইন, জনতা কারফিউয়ের আইডিয়া খুবই চমৎকার। ব্যক্তিগত পর্যায়ে এই বিষয়গুলো মেনে চলা উচিত। এই ভাইরাস ছড়ানোর গতি কমানো প্রয়োজন। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।’

বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করেছে নোভেল করোনাভাইরাস। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ৪০১। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭ জন। তবে এখন পর্যন্ত ৯১ হাজার ৯৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়