ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘নিজে থেকে কাজ চাওয়া আমার দ্বারা হবে না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজে থেকে কাজ চাওয়া আমার দ্বারা হবে না’

টলিউডের সিনেমায় প্রথমবার অভিনয় করলেন দেশের দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামে এ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার রুপালি পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন নাট্যকর্মী ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু।

কয়েকদিন আগে এ চলচ্চিত্রের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন মোশাররফ করিম। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় তাকে প্রশ্ন করা কলকাতার চলচ্চিত্রে আবারো কাজ করতে চাইবেন কিনা? জবাবে এ অভিনেতা বলেন, ‘নিশ্চয়ই। ভালো গল্প, ভালো চরিত্রের প্রস্তাব পেলে কেন নয়? তবে নিজে থেকে কাজ চাওয়া আমার দ্বারা হবে না! যদি কারো ভালো লাগে, তারা নিশ্চয়ই ডেকে নেবেন।’

২০১০ সালে সর্বশেষ ‘তারা’ নির্মাণ করেন ব্রাত্য বসু। প্রায় এক দশক পর নতুন এ সিনেমা নির্মাণ করচ্ছেন তিনি। বুদ্ধদেব গুহর ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ গল্প থেকে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন উজ্জ্বল চ্যাটার্জি। এতে আরো অভিনয় করছেন—আবির চ্যাটার্জি, নুসরাত জাহান, পরমব্রত চ্যাটার্জি প্রমুখ।

এদিকে করোনাভাইরাস আতঙ্কে দিশেহারা বিশ্ববাসী। ভারতের পাশাপাশি বাংলাদেশও এ রোগে আক্রান্ত। নিরাপত্তার জন্য ভারত থেকে ফিরেই স্বেচ্ছা কোয়োরেন্টাইনে রয়েছেন মোশাররফ করিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ঘরে থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি। আমাদেরও সচেতন হওয়া উচিত। আমরা একটু সতর্ক হয়ে এই ভাইরাসটি প্রতিরোধ করতে পারি।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়