ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

লকডাউন নিয়ে অমিতাভের কবিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন নিয়ে অমিতাভের কবিতা

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে কবিতা লিখেছেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুটি ছবির কোলাজ প্রকাশ করেছেন বিগ বি। এর একটিতে তিনি হাতজোড় করে আছেন। অন্য ছবিতে দেখা গেছে, ভারতের মানচিত্র তালাবদ্ধ অবস্থায়।

ক্যাপশনে তিনি হিন্দি ভাষায় কবিতা লিখেছেন। কবিতাটির বাংলা করলে দাঁড়ায়, ‘আজ আমরা বিনম্রতার সঙ্গে হাতজোড় করেছি/ শুনব আদেশ প্রধানের, সবসময় তুমি ও আমি/ এই যে বন্দি দশা শুরু হয়েছে, এটিই জীবনদাতা হবে/ ২১ দিনের সংকল্পে নিশ্চিত করোনা দূর হবে।’

এছাড়া লকডাউন সমর্থন করে নির্মাতা মহেশ ভাট লিখেছেন, ‘আমরা এখন একটি টার্নিং পয়েন্টে রয়েছি। এখন আমাদের একটু থামতে হবে। সরকারের কথা শুনতে হবে এবং সাহায্য করতে হবে। শঙ্কার এই সময়ে প্রয়োজন সংঘবদ্ধতা, মানবিকতা, নিঃস্বার্থ ও আশাবাদী হওয়া। উড়ো খবর ও গুজব ছড়ানো যাবে না।’

অভিনেত্রী আনুশকা শর্মা লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ২১ দিনের লকডাউন দিয়েছেন এটি মেনে চলা আমাদের জন্য খুবই গুরুত্বপূণ। দয়াকরে, করোনা সংক্রমণ এড়াতে বাড়িতে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

অভিনেত্রী তাপসী পান্নুর গলাতেও একই সুর। তিনি লিখেছেন, ‘২১ দিন! আমাদের জীবনের বিনিময়ে এটা কিছুই না। চলুন সবাই এটি মেনে চলি। আশা করছি এই লকডাউন শেষে আমরা উদযাপন করার মতো কিছু পাব। ততদিন পর্যন্ত একদিনে একবার বের হতে পারেন।’


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়