ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিল্পীদের ঘরে-ঘরে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবেন অনন্ত জলিল

প্রকাশিত: ০৭:৩৩, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পীদের ঘরে-ঘরে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবেন অনন্ত জলিল

করোনা মহামারিতে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। কিন্তু করোনা প্রতিরোধে ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি কিছু স্থান লকডাউন করায় এফডিসিতে জনসমাগম না করে শিল্পীদের বাসায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত জলিল।

এই চিত্রনায়ক বলেন, ‘বেকার ও অসচ্ছল ২২০ জন শিল্পীর ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ড ওয়াশ—আমার লোকজন নিজস্ব পরিবহনে শিল্পী সমিতির মিশা সওদাগর ভাই এবং জায়েদ খানের সার্বিক সহযোগিতায় আজকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’

তিনি আরো বলেন, ‘গত ২৬ মার্চ এফডিসির দুটি ভিন্ন স্থান থেকে বেকার ও অসচ্ছল সহকারী শিল্পী ও কলাকুশলীদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা ও সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস দেওয়ার পরিকল্পনা করেছিলাম। চলচ্চিত্রের তিন সমিতি থেকে ৪ শ’ জন লোকের জন্য এসবের ব্যবস্থা করার কথা ছিল। যেহেতু ৪০০ লোকের সমাগম হবে তাই সিদ্ধান্ত পরিবর্তন করে এই পথ অবলম্বন করছি।’

চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ আরো কিছু নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করছেন অনন্ত।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়