ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বৈশ্বিক দুর্যোগে সিঙ্গাপুরে কেমন আছেন এন্ড্রু কিশোর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৬, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈশ্বিক দুর্যোগে সিঙ্গাপুরে কেমন আছেন এন্ড্রু কিশোর?

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। এ ভাইরাসের সংক্রমণ রোধ করাই এখন বিশ্ববাসীর কাছে বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ক্যানসারে আক্রান্ত এ শিল্পী লিম সুন থাই-এর অধীনে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে কথা হয় এন্ড্রু কিশোরের শিষ্য সংগীতশিল্পী মোমিন বিশ্বাসের সঙ্গে। রাইজিংবিডিকে তিনি বলেন—‘দাদা মোটামুটি ভালো আছেন। এখনো সিঙ্গাপুরে রয়েছেন। কেমোথেরাপি শেষ হয়েছে, তবে অন্যান্য চিকিৎসা এখনো চলছে।’

চলতি মাসের শুরুতে জানা যায়, মার্চের শেষের দিকে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। এ বিষয়ে মোমিন বিশ্বাস বলেন—‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডাক্তাররা দাদাকে দেশে ফিরতে বারণ করেছেন। বর্তমানে সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। বলা যায়, একদম নিয়ন্ত্রণে।’

ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় জানুয়ারির ২২ তারিখ। গতকাল রাত পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২ জন। 

গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর। তিনি হরমোনজনিত সমস্যায়ও ভুগছিলেন। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ডও বড় হয়ে গিয়েছিল। যদিও এই গায়কের সঠিক রোগ নির্ণয় করা যাচ্ছিল না। সর্বশেষ সিঙ্গাপুরে বায়োপসি রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন।

এন্ড্রু কিশোরের গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’ প্রভৃতি

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ