ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী?

প্রকাশিত: ০৫:২৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী?

‘দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী? আমি তা বুঝি না। হাদিসেই আছে, কেউ এক হাতে দান করলে যেন তার অন্য হাত না জানে। আমি এই কথাটি মনেপ্রাণে মেনে চলি। তবে যারা সহযোগিতা করছেন অসহায় মানুষকে আমি তাদের সবাইকে সাদুবাদ জানাই’—এসব কথা বলেন অভিনেতা অমিত হাসান।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। মৃত্যুও হয়েছে কয়েকজনের। করোনা মোকাবেলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তাদের সাহায্যে হাত বাড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। কিন্তু অমিত হাসান ফিল্ম ক্লাবের সভাপতি হওয়া সত্ত্বেও তাকে দৃশ্যমান কোনো সহযোগিতা করতে দেখা যায়নি। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই এসব কথা বলেন অমিত হাসান।

তিনি আরো বলেন, ‘আমি আপাতত আমার ফ্যামিলির সঙ্গে বাসায় আছি। তবে আমি আমার এলাকায় বিভিন্ন মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর ফিল্ম ক্লাবের সবাই এখন বাসায় আছেন। তাই একত্রিত হয়ে কিছু করা হচ্ছে না। তবে অনেকেই নিজেদের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়