ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুরোনো ধারাবাহিক প্রচার করবে ভারতীয় টিভি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরোনো ধারাবাহিক প্রচার করবে ভারতীয় টিভি

সমগ্র ভারত ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টেলিভিশন নাটকের শুটিংও বন্ধ রাখা হয়েছে। শিল্পী-কুশলীরা ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। স্বাভাবিক কারণে তৈরি হচ্ছে না নতুন কোনো এপিসোড কিংবা নাটক।

এ অবস্থায় ঘরবন্দি মানুষের বিনোদনের জন্য পুরোনো ধারাবাহিক নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন অধিকাংশ ভারতীয় বাংলা টিভি চ্যানেল কর্তৃপক্ষ।

এরই মধ্যে দূরদর্শনে প্রচার হচ্ছে—‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘ব্যোমকেশ বক্সি’, ‘সার্কাস’। জি বাংলা পুনঃপ্রচার করবে ‘এক আকাশের নীচে’, ‘অগ্নি পরীক্ষা’, ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’-এর মতো ধারাবাহিক নাটক। স্টার জলসাও একই সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, আজ সোমবার দুপুর পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০৭১ জন। মারা গেছেন ২৯ জন। করোনার সংক্রমণ রোধে ২১ দিনের জন্য দেশটি লকডাউন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়