ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাপ্পা-তানিয়ার ঘরবন্দি জীবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাপ্পা-তানিয়ার ঘরবন্দি জীবন

স্ত্রী ও কন্যার সঙ্গে বাপ্পা মজুমদার

‘ঘরবন্দি সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছি। বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। সবাই আতঙ্ক আর অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রার্থনা করি, যত তাড়াতাড়ি সম্ভব এ দুর্যোগ যেন কেটে যায়’—কথাগুলো বলেন দর্শকপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

অন্য সব মানুষের মতো স্বেচ্ছা ঘরবন্দি সময় কাটাচ্ছেন বাপ্পা মজুমদার ও তার স্ত্রী তানিয়া হোসাইন। এই বেকার সময়ে গানও বাঁধছেন বাপ্পা। তার ভাষায়—‘বন্দি জীবনে গানই বেঁচে থাকার সাহস। আমার কাছে গান লেখা, এক অপার বিস্ময়কর ব্যাপার! এই ঘরবন্দি অবস্থায় একটি গান লিখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিপূর্ণ গানটা নিয়ে সবার সামনে আসার ইচ্ছা আছে।’

করোনা সংক্রমণ রোধে নিজের জন্য, পরিবার ও দেশের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাপ্পা। তার ভাষায়—‘স্বাস্থ্য সচেতনতায় যেসব নিয়ম মেনে চলা জরুরি, তা মানুন। বিশ্বাস ও সাহস রাখুন, দেখবেন করোনাভাইরাসের এই বিপর্যয় ঠিকই কাটিয়ে উঠতে পারব।’

বাপ্পা মজুমদার ২০১৮ সালের ১৬ মে তানিয়া হোসাইনের সঙ্গে বাগদান সারেন। জুন মাসে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত বছরের ১৮ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে এক কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়