ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অভুক্ত কুকুরের জন্য জয়ার উদ্যোগ

প্রকাশিত: ০৭:১০, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভুক্ত কুকুরের জন্য জয়ার উদ্যোগ

করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁও বন্ধ। এতে করে খাবারের উচ্ছিষ্ট অংশ তৈরি হচ্ছে না। যার জন্য রাস্তার পশুগুলো অনাহারে থাকছে।

এবার শহরের পথে পথে ঘুরে বেড়ানো বেশ কিছু কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গত ২৭ মার্চ থেকে টানা কয়েকদিন নিজ হাতে ভাত ও মুরগির তরকারি রান্না করে রাস্তায় নেমে আসেন। ঢাকার দিলুরোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকায় ঘুরে বেড়ানো ২৫-৩০টি কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করেন এ অভিনেত্রী।

কোয়ারেন্টাইনে থাকা জয়া বাইরে বের হলেও নিজের নিরাপত্তার জন্য মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরেন। জয়ার এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। এদিকে জয়া নিজেও কুকুর পোষতে ভালোবাসেন।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়