ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনাভাইরাস আপনার বাড়িতে আসবে না’

প্রকাশিত: ০৯:৫৩, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনাভাইরাস আপনার বাড়িতে আসবে না’

কিংবদন্তি নায়ক আলমগীর। প্রযোজক ও পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা তিনি।

১৯৫০ সালের আজকের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন আলমগীর। করোনা সংক্রমণের কারণে দিনটি বিশেষভাবে পালন করার পরিকল্পনা নেই তার। এখন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি।

করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, আপনারা বাড়িতে থাকুন। সরকার এবং বিশেষজ্ঞদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। করোনাভাইরাস আপনার বাড়িতে আসবে না। আপনি যদি বাড়ির বাইরে যান, তবেই সে আসবে। আপনি যদি না যান, তবে সে একা আসবে না। সরকার যে নীতিতে চলছে, সেভাবে আমাদের চলতে বলা হচ্ছে, সেই নীতি মেনে চললে আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হব।

প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’–এর অন্যতম প্রযোজক নায়ক আলগীরের বাবা কলিম উদ্দিন আহমেদ দুদু মিয়া। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়