ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা নিয়ে গাইলেন জামিল (ভিডিও)

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে গাইলেন জামিল (ভিডিও)

বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে, করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন তারকারা।

এবার করোনা নিয়ে গান বাঁধলেন ‘মীরাক্কেল’ খ্যাত তারকা অভিনেতা জামিল হোসেন। ‘ওরে করোনা থেকে বাঁচতে চান’ শিরোনামের গানটি রচনা করেছেন কলকাতার কৃষ্ণেন্দ্রু চ্যাটার্জি। সুর ও কণ্ঠ দিয়েছেন জামিল। শুধু গিটারের সঙ্গে গানটি কণ্ঠে তুলেছেন তিনি।

‘ওরে করোনা থেকে বাঁচতে চান/ সবাই যে যার ঘরে যান/ কোয়ারেন্টাইনে থাকতে হবে সাবধানের নাই মার গো/ সাবান দিয়া হাত ধুবেন/ চৌদ্দ দিন ঘরে থাকবেন/ অযথা বাইর হইলে হবে সর্বনাশ’—এমন কথায় কথায় করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কথা তুলে ধরেছেন এই অভিনেতা।

জামিল হোসেন বলেন, ‘‘আমার গুরু ড. কৃষ্ণেন্দ্রু চ্যাটার্জি। দাদাকে বললাম, দাদা চলেন একটা করোনা সং করি। তারপর দাদা এ গান লিখে পাঠান। ‘মীরাক্কেলে থাকতে চান’ শিরোনামের গানটি মীরাক্কেলে থাকাবস্থায় বানিয়েছিলাম। এই গানের ফরম্যাটে করোনা নিয়ে গানটিও তৈরি করেছি। এটা করোনা বাউলিয়ানা সং বলতে পারেন। আশা করি, আপনাদের ভালো লাগবে।’’

শুধু জামিল নন, এর আগে মিলা, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, মমতাজ করোনা সচেতনতায় গান তৈরি করেছেন।

দেখুন: 

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়