ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘরেই উৎসব করি: মাহি

প্রকাশিত: ১১:১৬, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরেই উৎসব করি: মাহি

বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ। দিনটিতে বাঙালি জাতিসত্ত্বার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। তবে এবার করোনার কারণে উৎসবমুখর পরিবেশ নয়, বরং সবাই বাসায় অবস্থান করছেন।

তারাকারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা প্রকাশ করছেন বৈশাখ উপলক্ষে। চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি ভিডিও প্রকাশ করেছেন।

মাহি তার ভিডিও বার্তায় বলেন, ‘শুভ নববর্ষ। আমাদের পরিবার, সমাজ দেশ একটাই। পৃথিবী একটাই। আমাদের জীবনও একটাই। আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে জিততে হলে আমাদের ঘরে থাকতে হবে, ঘর থেকে বের হওয়া চলবে না।’

নতুন বছরে আশা ব্যক্ত করে এ নায়িকা বলেন, ‘নতুন বছরে আমাদের সকলের একটাই চাওয়া, সমস্ত জরা-জীর্ণতা ধুয়ে মুছে সাফ হয়ে যাক। আমরা একটা করোনা ভাইরাস মুক্ত নতুন পৃথিবী পাবো। আসুন আমরা ঘরেই উৎসব করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি। সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়