ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোনো কাজে মন বসাতে পারছি না: জয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোনো কাজে মন বসাতে পারছি না: জয়া

‘আজকাল কেমন আছি এই প্রশ্নের উত্তর দিতে পারি না, চুপ করে থাকি। আসলে, আমি কিংবা আপনি কেউ-ই ভালো নেই। এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় ভালো থাকার কথাও না। সব কিছু যেন অনিশ্চিত লাগছে। গোটা পৃথিবীকে এক জোর ধাক্কা দিয়ে গেল এককোষ অণুজীব (করোনা)।’—ঘরবন্দি জীবনে নিজের উপলদ্ধির কথাগুলো এভাবেই ব্যক্ত করেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

পশ্চিমের দেশগুলো করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারই উদাহরণ টেনে জয়া আহসান বলেন, ‘পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম যে দেশে করোনার প্রকোপ আছড়ে পড়ে সেটা হলো ইতালি। মনে আছে, লেখক ফ্রান্সেস্কা মেলান্দ্রি বাকি দেশগুলোর উদ্দেশে লিখেছিলেন—আমাদের দেশের এখন যা পরিস্থিতি দেখছি, তা-ই আপনাদের ভবিষ্যৎ, শুধু সময়ের অপেক্ষা।’

এখন গৃহবন্দি জীবন কাটছে জয়া আহসানের। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বই পড়ছেন, সিনেমা দেখছেন, সৃষ্টিশীল কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হওযার চেষ্টা করছেন। কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। তার ভাষায়—‘জনস্বার্থে কিছু কাজ করছি। কিন্তু, সত্যি বলতে কোনো কাজে মন বসাতে পারছি না। খানিকটা সময় পার হতে না হতেই মন ছুটে যাচ্ছে। এক সময় মনে হতো বাড়িতে থাকা মানে বিলাসিতা। এখন এই বিলাসিতা দমবন্ধ এক পরিবেশের জন্ম দিয়েছে। স্ক্রিপ্ট, বই, সিনেমা কোনো কিছুর সঙ্গে একাত্ম হতে পারছি না। অখণ্ড অবসর আমার মনে বিরাট চাপ সৃষ্টি করছে। কত রকমের চিন্তা গ্রাস করছে।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়