ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অখণ্ড অবসরে আগ্রহ নিয়েই কাজটি করছি: ফারুক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অখণ্ড অবসরে আগ্রহ নিয়েই কাজটি করছি: ফারুক

করোনার তাণ্ডবে মানুষের জীবনলিপি বদলে গেছে। আপাতত ঘরবন্দি জীবনযাপন করছেন মানুষ। শোবিজ অঙ্গনের তারকারা বছর জুড়েই ব্যস্ত সময় কাটান। কিন্তু হঠাৎ অখণ্ড অবসর তাদের জীবনে ধরা দিয়েছে। বর্তমানে পরিবারের সঙ্গে বাসায় সময় পার করছেন অভিনেতা ফারুক আহমেদ। এছাড়া সময়টা কাজেও ব্যবহার করছেন তিনি। কারণ এরই মধ্যে দুটি নাটক লেখার কাজ প্রায় শেষ করেছেন তিনি।

একটি ধারাবাহিক, অন্যটি একক। ‘হাউ মাউ খাউ’ নামে ধারাবাহিক নাটকটি লেখার কাজ শেষপর্যায়ে রয়েছে। লকডাউন শেষ হলেই ১৩ পর্বের নাটকটির নির্মাণ শুরু করবেন তিনি। আর ‘বদরুলের চরম বিপদ’ নামে একক নাটকটির গল্প তৈরি শেষ করেছেন এই নাট্যকার।

ফারুক আহমেদ বলেন, ‘নাটক লেখার অভ্যাস অনেক দিনের। অভিনয়ের ফাঁকে কাজটি চালিয়ে যাই। এখন যেহেতু অখণ্ড অবসর তাই কাজটি বেশ আগ্রহ নিয়েই করছি। আমার লেখা আগের নাটকগুলো দর্শক পছন্দ করেছেন। সেই অনুপ্রেরণাতে আবারো নাটক লিখছি। আশা করছি, কমেডি ঘরানার নাটক দুটি দর্শকদের আনন্দ দিবে।’

করোনার তাণ্ডব শুরুর আগে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ফারুক আহমেদ। গত বছরের শেষের দিকে ‘আগামীকাল’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করছেন অঞ্জন আইচ। তাছাড়া একই পরিচালকের নির্মিতব্য ‘কানামাছি’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান ফারুক আহমেদ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়