ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিত্রনায়িকা তমা মির্জার ভাই জিপিএ-৫ পেয়েছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চিত্রনায়িকা তমা মির্জার ভাই জিপিএ-৫ পেয়েছে

ভাইয়ের সঙ্গে তমা মির্জা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জার ছোট ভাই তূর্য মির্জা। তার পুরো নাম মির্জা জুলহাস উদ্দিন আহমেদ তূর্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা এ খবর নিশ্চিত করেছেন।

নগরীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তূর্য। ভাইয়ের এমন সাফল্যে ভীষণ খুশি তমা মির্জাসহ পুরো পরিবার। এ অভিনেত্রী বলেন—একমাত্র ছোট ভাই তূর্য আমার সাত রাজার ধন। ওর সাফল্যে পরিবারের সবাই ভীষণ খুশি। তবে পরীক্ষার আগে তূর্য বেশ অসুস্থ ছিল। ওর চোখে সমস্যা হয়েছিল, সেইসঙ্গে ছিল ব্যাক পেইনও। তাই ওকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। তারপরও যে ফলাফল করেছে সেটাই আমাদের কাছে অনেক। আলহামদুলিল্লাহ!

তমার ভাইয়ের ইচ্ছা নটরডেম কলেজে ভর্তি হওয়ার। এটাই তার প্রথম পছন্দ। বড় হয়ে তূর্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে গড় পাসের হার ৮২.৮৭. শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ ও কারিগরিতে ৭২ দশমিক ৭০ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এবার তা বেড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ হয়েছে।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়