ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শুটিং করতে আপত্তি নেই: আইরিন

প্রকাশিত: ১৮:১১, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শুটিং করতে আপত্তি নেই: আইরিন

করোনা সংক্রমণের কারণে গত দুই মাস চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার প্রযোজক, পরিচালক সমিতির নেতৃবৃন্দ এক যৌথ সভায় আগামী ৫ জুন থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে শিল্পীদের মারামারি, রোমান্স, নাচ-গান কিংবা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। করোনার এই সময়ে ঝুঁকি নিয়ে এসব দৃশ্যে অভিনয় করতে কতটা প্রস্তুত শিল্পীরা? এ বিষয়ে চিত্রনায়িকা আইরিন সুলতানা নিজের মত রাইজিংবিডিকে জানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরে চলচ্চিত্রের শুটিং বন্ধ রয়েছে। করোনা কবে নাগাদ নির্মূল হয় তা জানা নেই। তাই এর মধ্য দিয়েই স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে হবে। বিষয়টি বিবেচনা করে প্রযোজক-পরিচালক সমিতি শিল্পীদের করোনা পরীক্ষা করিয়ে শুটিংয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলচ্চিত্রে মারামারি, রোমান্টির বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার আপত্তি নেই। শুটিং করার জন্য আমি প্রস্তুত।’

আইরিন সুলতানার হাতে বেশ ক’টি সিনেমার কাজ রয়েছে। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন—‘কয়েকটি প্রজেক্টের শুটিং বাকি আছে। প্রযোজক-পরিচালক এগুলোর শুটিংয়ের শিডিউল চাইলে কাজগুলো করে দেব। এছাড়া নতুন একটি প্রজেক্টের কাজ হাতে আছে। সেটাও করতে চাই।’

এদিকে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু রাইজিংবিডিকে বলেন, ‘চলচ্চিত্রে ফাইট, নাচ-গান, রোমান্স থাকবেই। এটা বাদ দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনেই এগুলো করা হবে। করোনায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে বাধা নেই। এজন্য আমরা শুটিং শুরুর আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নেব। এছাড়া শুটিং সেটে লোকসংখ্যা কম থাকবে। থার্মাল গান, স্যানিটাইজার রাখা হবে। শুটিং করে নায়ক-নায়িকা সাতদিন আইসোলেশনে থাকবেন। আশা করছি, এতে করে রোমান্স, মারামারির দৃশ্যের শুটিং করতে কোনো সমস্যা হবে না।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়