ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার করুণ গল্প নিয়ে চলচ্চিত্র

প্রকাশিত: ১৩:০১, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার করুণ গল্প নিয়ে চলচ্চিত্র

করোনার তাণ্ডব নিয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র।

কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তির জীবনের করুণ ঘটনা নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি। এর চিত্রনাট্য রচনা করছেন নির্মাতা ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

ছটকু আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে ঘরবন্দি আছি। বাসায় বসে করোনা নিয়ে একটি চিত্রনাট্য লিখছি। এখনো শেষ হয়নি। এই সিনেমার নাম ঠিক করিনি। খুব শিগগির নাম চূড়ান্ত করব।’

গল্প প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘এক তরুণ বিদেশে থাকেন। করোনার কারণে দেশে চলে আসে। দেশে আসার পর পরিবার থেকে ১৪ দিন আলাদ থাকেন। তার কোভিড-১৯ শনাক্ত হয়। যার কারণে পরিবারের কারো সঙ্গে দেখা করার সুযোগ থাকে না। এক পর্যায়ে মারা যায় ছেলেটি। মৃত্যুর সময়ে আপনজনদের কাছে পায় না। এভাবেই এগিয়েছে গল্প।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়