ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শু‌টিং কর‌তে প্রবীণ‌দের দি‌তে হ‌বে বন্ড সই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শু‌টিং কর‌তে প্রবীণ‌দের দি‌তে হ‌বে বন্ড সই

সাবিত্রী চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি

আগামী ১০ জুন থেকে টলিপাড়ায় শুরু হচ্ছে শুটিং। গতকাল বৃহস্পতিবার টিভি চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক, শিল্পী, টেকনিশিয়ানদের সংগঠনের নেতৃবৃন্দ এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পয়ষট্টি বছরের বেশি বয়সিদের শুটিংয়ে অংশ নিতে হলে বন্ড সই দিতে হবে। ১০ বছরের কম বয়সিদের শুটিংয়ে রাখা হবে না। অন্তরঙ্গ বা চুম্বন দৃশ্য চিত্রনাট্যে থাকছেন না। টিভি এবং চলচ্চিত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রতিবেদনে জানানো হয়েছে—সৌমিত্র চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী, পরাণ ব্যানার্জির মতো বয়স্ক শিল্পীরা অভিনয় করতে চাইলে বন্ড সই দিয়ে শুটিং ফ্লোরে ঢুকতে পারবেন। যেখানে লেখা থাকবে, শিল্পীর সম্মতিতে তাকে দিয়ে শুটিং করানো হচ্ছে। বয়স ৬৫ বছর হলেই এমন নিয়ম।

বন্ড সইয়ের কথা শুনে সিনিয়র অভিনয়শিল্পীদের অনেকেই বেঁকে বসেছেন। লিলি চক্রবর্তী বলেন, ‘শুটিং শুরু হবে এমন আঁচ পেয়ে গতকাল দু’টি সিনেমার জন্য ফোন করেছিলেন। একেবারে ‘না’ বলে দিয়েছি। ঝামেলার কোনো শেষ আছে? মেকআপ নিজেরা করে নিলেই ভালো। কস্টিউম নিয়ে আসতে হবে বাড়িতে পরিষ্কার করার জন্য। এরকম পরিস্থিতিতে কয়েকমাস শুটিং করতে চাই না।’

এমন সিদ্ধান্তে প্রবীণ অভিনেতা পরাণ ব্যানার্জিও বিরক্ত। তিনি বলেন, ‘শুটিং করতে চাই কি চাই না, এমন প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। সামাজিক নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার আছে। শুটিংয়ের প্রস্তাব এলে ভেবে দেখব।’

গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘শুটিংয়ে কোনো শিল্পী বা টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হলে রাজ্য সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হবে। ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ৫০ শতাংশ অর্থ দেবে চ্যানেল কর্তৃপক্ষ, ৪০ শতাংশ দেবেন প্রযোজক। আর ১০ শতাংশ দেবে আর্টিস্টস ফোরাম।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ