ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বলিউডে প্রতিভা নষ্ট হয়েছে: মনোজ বাজপেয়ী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলিউডে প্রতিভা নষ্ট হয়েছে: মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী

বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নতুন নয়। অতীতে এই বিষয়ে অনেকেই কথা বলেছেন। তবে সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নতুন করে এটি নিয়ে বিতর্ক শুরু হয়।

এক সাক্ষাৎকারে বলিউড স্বজনপ্রীতি নিয়ে কথা বলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি বলেন, ‘প্রথমেই বলে রাখি, এই পৃথিবী বড় নিষ্ঠুর। আমি গত ২০ বছর ধরে বলে আসছি যে, ইন্ডাস্ট্রিতে হিসেবে আমাদের চিন্তাধারা খুবই মাঝারি মানের। ইন্ডাস্ট্রির কথা বাদ দিন, জাতি হিসেবে আমরা মাঝারি মানসিকতার। আমার চিন্তা-ভাবনা, মূল্যবোধের কোথাও ঘাটতি রয়েছে। যখনই কোথাও প্রতিভা দেখি, আমরা এড়িয়ে চলি অথবা দূরে সরিয়ে দিই। এই মূল্যবোধের জায়গাটা খুবই শোচনীয়।’

মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই অভিনেতার ভক্তরা মনে করছেন, ইন্ডাস্ট্রিতে থেকে প্রাপ্য সম্মানটুকু পাননি তিনি। স্বনামধন্য কয়েকজন নির্মাতা, অভিনেতার বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ছেন তারা।

সুশান্তের সঙ্গে ‘সঞ্চিরিয়া’ সিনেমায় অভিনয় করেছেন মনোজ। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এই ইন্ডাস্ট্রিতে (বলিউড) প্রতিভা নষ্ট হয়েছে। এখানে প্রতিভার মূল্যায়ন করা হয় না, তা না হলে, অনেকেই বিশ্বের সেরা অভিনয়শিল্পী হতে পারত। কিন্তু আমরা এগুলো তোয়াক্কা করি না। প্রথমত, যদি প্রতিভা না থাকে তাহলে খুবই ভাগ্যবান হতে হবে। এই সিস্টেমের কথাই আমি বলছি। এটিই এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বাজে নিয়ম। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমিও এই ইন্ডাস্ট্রির অংশ। এ জন্যই আমার আগের সাক্ষাৎকারে বলেছিলাম, আমাদের আত্মউপলব্ধি এবং তার প্রতিফলন প্রয়োজন। তাছাড়া মানুষের অভিশাপ শুনতে এবং সাধারণ মানুষের কাছ থেকে সম্মান হারাতে হবে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়