ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মতিন রহমানের স্মৃতিতে এন্ড্রু কিশোরের গান (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মতিন রহমানের স্মৃতিতে এন্ড্রু কিশোরের গান (ভিডিও)

‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিলো পরিচয়’, ‘ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ’, ‘ঘুমিয়ে থাকোগো সজনী’ বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় গান। নির্মাতা মতিন রহমানের অনেক সিনেমার গানে এন্ড্রু কিশোর কণ্ঠ দিয়েছেন। যার অধিকাংশই দারুণভাবে শ্রোতাপ্রিয় হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। নন্দিত এই গায়কের মৃত্যুতে তাঁর জনপ্রিয় সেইসব গানের কথা স্মরণ করে মতিন রহমান বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোরের সঙ্গে চলচ্চিত্রের গান নিয়ে আমাদের অনেক আড্ডা হয়েছে। আমরা অনেক পরিকল্পনা করে চলচ্চিত্রে গান ব্যবহার করতাম। মনে পড়ছে তখন রাজ্জাক, ফারুক, আলমগীর ভাইদের পরে নতুন নায়ক হিসেবে রিয়াজ, শাকিল, সালমান শাহ আসছে। ফলে আমরা জানতাম গান দিয়ে আমাদের চলচ্চিত্রকে জাগিয়ে রাখতে হবে। সব নায়কের ঠোঁটেই তখন কিশোরের গান শোনা গেছে।’

কলকাতার উত্তম কুমারের সঙ্গে হেমন্তের গলা দারুণ মানাত। এন্ড্রু কিশোর এমন এক প্রতিভা, তাঁর কণ্ঠ প্রায় সবার সঙ্গেই মানিয়ে গেছে। ফলে সিনিয়র জুনিয়র অনেক নায়ক তাঁর গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন। ‘এন্ড্রু কিশোর কমন সিঙ্গার হয়ে গিয়েছিলেন’ জানিয়ে মতিন রহমান বলেন, ‘‘আমার ‘বিয়ের ফুল’ সিনেমায় ‘তোমায় দেখলে মনে হয়’ গানটির সুর শুনে এন্ড্রু কিশোর বললো- ভালো হয়েছে। কিন্তু রেকর্ডিং হওয়ার পরে দেখা গেলো গানটা স্লো হয়ে গেছে। ফলে কিছুতেই প্রযোজককে রাজি করাতে পারলাম না। পরে আমরা সিদ্ধান্ত নিলাম- গানটা সেভাবেই থাকুক। ভিজ্যুয়ালি স্পিড বাড়ানো যায় কিনা দেখা যাক। এরপর কোরিওগ্রাফার মাসুম বাবুলের সঙ্গে আলাদাভাবে বসলাম। সিনেমা মুক্তির পরে গানটি হিট হয়।’’

‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিলো পরিচয়’ গানের লিংক

‘তোমাকে চাই’ সিনেমায় ‘ভালো আছি ভালো থেকো’ গানটিও এন্ড্রু কিশোরের গলায় আকাশচুম্বি শ্রোতাপ্রিয় হয়। গানটি গাইতে প্রথমে রাজি ছিলেন না এন্ড্রু কিশোর। মতিন রহমান বলেন, ‘গানটি আগে নাটকে ব্যবহার করা হয়েছিলো। কিশোর বললো- অন্যের গাওয়া গান গাইবো না। আমাদের অনুরোধে সে রাজি হয়েছিলো। অসাধারণ গেয়েছিল গানটি। শ্রোতাও গ্রহণ করেছে। এতে কিশোরও কম অবাক হয়নি।’

‘ভালো আছি ভালো থেকো’ গানের লিংক

‘বিয়ের ফুল’ সিনেমার শেষ গান ‘ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ’। গানটি প্রসঙ্গে মতিন রহমান বলেন, ‘সাধারণত একটি গান শিল্পীকে নায়কের অভিনয়, দৃশ্যকল্প মাথায় রেখে গাইতে হয়। কিন্তু এই গানটি পর্দায় দু’জনের কথা ভেবে কিশোরকে গাইতে হয়েছে। পর্দায় গানটি রিয়াজও গাইবে, শাকিলও গাইবে। এটা খুব কষ্টের। অথচ সেই কষ্টের কাজটি অবলীলায় শেষ করেছিল কিশোর।’

‘ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহ’ গানের লিংক

‘নারীর মন’ সিনেমায় ‘ঘুমিয়ে থাকোগো সজনী’ গানটিও তুমুল জনপ্রিয়। এ গান প্রসঙ্গে মতিন রহমান বলেন, ‘এই গানটি গাইতেও কিশোরের অনেক শ্রম দিতে হয়েছে। এখানেও রিয়াজ ও শাকিলের ঠোঁটে গাইতে হয়েছে কিশোরকে।’

‘ঘুমিয়ে থাকোগো সজনী’ গানের লিংক

মতিন রহমান বলেন, ‘কিশোরকে আর রিপ্লেস করার সুযোগ নেই। সে গান নিয়ে সিরিয়াস ছিলো। অনেক ভাবতো, তারপর সিদ্ধান্ত নিতো। গানে প্রাণ সঞ্চার করতে পারতো এন্ড্রু কিশোর। কিশোর চিরদিন আমাদের ধ্বনিতে থাকবে, চেতনায় থাকবে, সুরে থাকবে। কিশোরকে আমরা ভুলতে পারবো না।’

 

 

ঢাকা/রাহাত সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়