ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বাজার ওয়ালটন ফ্রিজে সংরক্ষণ করি’

প্রকাশিত: ১২:০১, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাজার ওয়ালটন ফ্রিজে সংরক্ষণ করি’

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে প্রতিদিন ঘরের বাইরে যেতে হচ্ছে। কিন্তু করোনার এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ।

বাসায় বৃদ্ধ বাবা-মা বা বাচ্চারা যাতে কম ঝুঁকিতে থাকে তাইতো অপু বিশ্বাস রোজ বাজারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, করোনার এই পরিস্থিতিতে আমাকে যেন রোজ রোজ বাজারে যেতে না হয়। সেজন্য ১০-১৫ দিনের বাজার একসঙ্গে কিনে, ভালোমতো পরিষ্কার করে ওয়ালটন ফ্রিজে সংরক্ষণ করি। কারণ আমার বাড়িতে সন্তান এবং মা রয়েছেন। সেই চিন্তা করেই একসঙ্গে ১০-১৫ দিনের বাজার করে ফ্রিজে রেখে দিই। ওয়ালটন ফ্রিজ আছে যার রোজ বাজারে যাওয়ার কি দরকার। 

অপু বিশ্বাস দীর্ঘ চার মাস ধরে ঘরেই রয়েছেন। চলচ্চিত্রের কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না। তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

দেখুন:


 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়