নকুল কুমার বিশ্বাস ত্রিবেণী মাতাবেন আজ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রিবেণীতে আজ গাইবেন নকুল কুমার বিশ্বাস
নকুল কুমার বিশ্বাস। এক নামেই সবাই তাকে চেনেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী। ওপার বাংলার নচিকেতার মতোই জীবনমুখী গানে দুই বাংলাকে মাতিয়ে রাখছেন তিনি। একাধারে সংগীতশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক নকুল কুমার। নব্বইয়ের দশকে ‘বিয়া করলাম ক্যানরে দাদা...’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। বাংলা সংগীত জগতে সূচনা করেন নবধারার।
আজ বুধবার (৩ নভেম্বর, ২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণীর ৭৮তম পর্ব। এতে অতিথি হিসেবে থাকছেন এই সংগীতশিল্পী। গানে গানে দর্শকদের মাতাবেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।