ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

‘প্রিয় শর্মিলী মা, কতদিন তোমার হাসি মুখটা দেখি না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৮ মে ২০২৩   আপডেট: ১৬:২৭, ৮ মে ২০২৩
‘প্রিয় শর্মিলী মা, কতদিন তোমার হাসি মুখটা দেখি না’

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। ২০২২ সালের ৮ জুলাই মারা যান তিনি। সোমবার (৮ মে) এ অভিনেত্রীর জন্মদিন। শর্মিলী আহমেদ পৃথিবী থেকে বিদায় নিলেও রেখে গেছেন অসংখ্য ভক্ত ও সহকর্মী। অভিনয় ক্যারিয়ারে অসংখ্যবার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, শোবিজ অঙ্গনের বয়সে ছোট অভিনেতা-অভিনেত্রীদের কাছে ছিলেন— ‘প্রিয় শর্মিলী মা’।

শর্মিলী আহমেদের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন অভিনেতা আব্দুন নূর সজল। এতে নিজের আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন এই অভিনয়শিল্পী।

শুরুতে আব্দুন নূর সজল লিখেন, ‘প্রিয় শর্মিলী মা, আজ তোমার জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা সবাই দোয়া করি, তুমি যেখানে আছো সেখানে অনেক ভালো থাকো সুন্দর থাকো, যেমনটা এই জগতে ছিলে। দেখা হয় না কথা হয় না বহুদিন। তোমার সঙ্গে দেখা হলেই একটা গান দিয়ে কথা বলা শুরু করতাম, ‘সাতটি রংয়ের মাঝে আমি মিল খুঁজে না পাই’! আর অমনি তুমি হাসিতে ফেটে পড়তে। কতদিন দেখি না তোমার সেই হাসি মাখা মুখটা।’

আরো পড়ুন:

শুটিং সেটের একটি ঘটনা উল্লেখ করে আব্দুন নূর সজল লিখেন, ‘একদিন শুটিংয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম হলো। তুমি ছিলে সেখানে। সাত দিনের মাথায় তুমি পুরান ঢাকার সাধনা গলি থেকে একটা কবিরাজি ঔষধ এনে দিলে, খেলাম সুস্থ হয়ে গেলাম। তোমার এই আদর ভালোবাসা প্রতি মুহূর্তে মিস করি। মিস করি তোমাকে। তোমার এই ছেলে মেয়েরা তোমাকে ভীষণ ভালোবাসে। আজীবন ভালোবেসে যাবে। অনেক দোয়া তোমার জন্য। যেখানেই থাকো খুব ভালো থেকো মা। ভালোবাসা এবং দোয়া।’

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে সুনাম কুড়ান। বেশ কিছু উর্দু ভাষার সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। তা ছাড়া কয়েক শ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। ক্যানসারে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়