ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

জয়ার সিনেমা দিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:০২, ৮ জানুয়ারি ২০২৪
জয়ার সিনেমা দিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে

দুই দশকের বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। এরই ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এ উৎসবের ২২ তম আসর, যা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

২০ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ফেরেশতে’ সিনেমার মাধ্যমে পর্দা উঠবে এই চলচ্চিত্র উৎসবের। ‘ফেরেশতে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমনসহ অনেকে।

উদ্বোধনী সন্ধ্যা ৭টায় দেখানো হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, দীঘি প্রমুখ। এটি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে।

আরো পড়ুন:

একই ভেন্যুতে ২১ জানুয়ারি বিকেল ৫টায় প্রদর্শিত হবে ইফফাত জাহান মম পরিচালিত সিনেমা ‘মুনতাসির’। এতে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, এলিনা শাম্মী প্রমুখ।

২২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। সিনেমাটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, জান্নাতুল ঋতু, নরেশ ভূইয়াসহ অনেকে।

২২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক পরিচালিত সিনেমা ‘আজব ছেলে’। এটি মুহাম্মদ জাফর ইকবালের ‘আজব ছেলে’ গল্প অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী, তৌকির আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈসহ আরো অনেকে।

২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে দেখানো হবে লিসা গাজী নির্মিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটিতে অভিনয় করেছেন আনান সিদ্দীকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, নাইলা আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’। খুলনার প্রান্তিক মানুষের যাপিত জীবনের কাহিনি নিয়ে এই সিনেমা। এতে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ প্রমুখ।

২৬ জানুয়ারি সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে হৃদি হক পরিচালিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, সজল, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক, তারিন জাহান, মামুনুর রশীদ, আবুল হায়াতসহ অনেকে। এদিন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমান পরিচালিত সিনেমা ‘ইছামতী’।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা দেখানো হবে। উৎসবে বিভিন্ন সময় উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মীলা ঠাকুর, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জীসহ বিভিন্ন দেশের নামিদামি তারকারা।

ঢাকা/শাহিন শুভ/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়