ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

‘ওসমানী’ চরিত্রে অমিত হাসান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১০ জানুয়ারি ২০২৪  
‘ওসমানী’ চরিত্রে অমিত হাসান

অভিনেতা অমিত হাসান খানিকটা বিরতী কাটিয়ে অভিনয়ে মনোযোগী হয়েছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।  

ওসমানীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে ইতোমধ্যে এম এ জি ওসমানীর ফুটেজগুলো বারবার দেখছি। বইগুলো পড়ছি। অপারেশন জ্যাকপট প্রেক্ষাপটে তার ভূমিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আত্মস্থ করার চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করবো যেন দর্শক আমার মাঝে একজন এম এ জি ওসমানীকে দেখতে পান।’

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। সিনেমাটি যৌথভাবে বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস পরিচালনা করছেন।

‘অপারেশন জ্যাকপট’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। এ ছাড়া আরও রয়েছেন জিয়াউল রোশান, নীরব হোসেন, মামনুন হাসান ইমন, আব্দুন আমান রেজা, জয় চৌধুরী, নিপুণ। এ ছাড়া ভারতীয় অফিসারের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, শিবা সানুর মতো শক্তিমান অভিনেতাও অন্তর্ভূক্ত হয়েছেন। ভারতীয় অভিনয় শিল্পীদের মধ্যে স্বস্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জির অভিনয়ের কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান নিমার্তা।


সর্বশেষ

পাঠকপ্রিয়