ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

অভিনেত্রী জয়নব কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের নাতনি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:২৭, ৬ ডিসেম্বর ২০২৪
অভিনেত্রী জয়নব কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের নাতনি?

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জয়নব রাজা। সার্চ ইঞ্জিন গুগলে ‘জয়নব রাজা’ লিখলেই তার বিষয়ে অনেক তথ্যই সামনে আসে। যেমন: জয়নব রাজার নানা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ। জয়নব রাজার বাবার নাম অসীম রাজা, মায়ের নাম আয়লা মোশাররফ (পারভেজ মোশাররফের কন্যা)।

শুধু গুগলেই নয়, সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে জয়নব রাজার এসব তথ্য। যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ নিয়ে নানারকম বিড়ম্বনায়ও পড়ছেন এই অভিনেত্রী। কিন্তু জয়নব কি পারভেজ মোশাররফের নাতনি? অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জয়নব।

সম্প্রতি ‘গুড মর্নিং পাকিস্তান’ শিরোনামে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন জয়নব রাজা। এতে উঠে আসে পারভেজ মোশাররফের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও। জয়নব রাজা বলেন, “তার (পারভেজ মোশাররফ) সঙ্গে কোনো দিক থেকে আমার কোনো সম্পর্ক নেই।”

আরো পড়ুন:

গুগলে জয়নব রাজার জন্মস্থান দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তথ্যও সত্য নয় বলে দাবি করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করিনি।” অনেক জায়গায় পাওয়া যাচ্ছে জয়নবের বয়স ২৩ বছর। এ তথ্যও মিথ্যা বলে জানান জয়নব। তার ভাষায়— “আমার বয়স এখন ২৬ বছর।”

মডেলিংয়ের পাশাপাশি মঞ্চনাটকেও কাজ করেছেন জয়নব। বেশ কিছু উর্দু ভাষার গানের মডেল হয়েছেন তিনি। অভিনয় করেছেন ‘তুম কাহা যাও গে’-এর মতো পাকিস্তানি টিভি ধারাবাহিকে। তবে রিয়েলিটি শো ‘তামাশা’-এর দ্বিতীয় সিজনে অংশ নিয়ে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন জয়নব।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়