শ্রুতির সঙ্গে ঘনিষ্ঠ হতে জনের আপত্তি
মারুফ খান || রাইজিংবিডি.কম
জন আব্রাহাম এবং শ্রুতি হাসান
বিনোদন ডেস্ক : প্রাক্তন প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে জিসম সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেতা জন আব্রাহামের। কিন্তু এবার এ অভিনেতা শ্রুতি হাসানের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য করতে আপত্তি করেছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,অ্যানিস বাজমি পরিচালিত ওয়েলকাম ব্যাক সিনেমায় শ্রুতি হাসানের সঙ্গে একটি চুম্বন দৃশ্য করতে বলা হলে অস্বীকৃতি জানান জন। পরবর্তীতে সে দৃশ্য বদলে একটি রোমান্টিক গান সংযোজন করেন সিনেমাটির পরিচালক।
এর আগে সালমান খান, সোনাক্ষী সিনহা, অসিন সহ বেশ কিছু অভিনয় শিল্পী ঘনিষ্ঠ দৃশ্য করতে আপত্তি জানিয়েছিলেন।
২০১৪ সালে অনেকটা গোপনেই প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন জন। বিয়ের পর থেকে সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে খুব একটা দেখা যায়নি জনকে।
রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৫/মারুফ
রাইজিংবিডি.কম