ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০।

শনিবার ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজিত এ কার্নিভালে অংশ নেন ৬৪ জেলা থেকে আসা দুই শতাধিক তরুণ-তরুণী।

ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদারের সভাপতিত্বে কার্নিভালে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাইল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও এম এম মনিরুল আলম, টাইমেক্স একাডেমির চেয়ারম্যান সৌরভ আল জাহিদ, নিজের বলার মতো একটি গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, র‌্যাংকস এফসি প্রোপার্টিসের চেয়ারম্যান তানভির শাহরিয়ার রিমন, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদীন হাসান, বাককোর জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন প্রমুখ। দিনব্যাপী এই অনুষ্ঠানে ক্যারিয়ার এবং শিক্ষা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র‌্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে আসা এই তরুণরাই গড়ে তুলবে ডিজিটাল বাংলাদেশ।

এ আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম।

 

ঢাকা/মাহি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়