ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপমাত্রা কমতে পারে

বাংলাদেশে আগামী তিন দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমতে পারে।

ঢাকার উত্তর/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টার দিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

এদিকে, মঙ্গলবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন‌্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দুপুর ১২টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।

আজ মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৯ দশমিক ৬ শতাংশ।

বুধবার সর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়