ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাপমাত্রা বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ২০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপমাত্রা বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর

দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আগামী দুই দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া অবস্থাতে বলা হয়েছে, রাত ও দিনের আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, যশোর ও চুয়াডাঙা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪ শতাংশ। উত্তর, উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়