ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজও বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজও বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার ঢাকা ও এর আশপাশের জেলায় হালকা অথবা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্ভাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সকালে হালকা থেকে মাঝারি আকারের কুয়াশা পড়তে পারে। উত্তর পূর্ব ও উত্তর দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘ঢাকায় বৃহস্পতিবার রাতের বৃষ্টির প্রভাবে কুয়াশা কিছু কাটবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে রোববার থেকে সপ্তাহজুড়ে বৃষ্টি থাকতে পারে।’

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের ৬টি জেলায় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরে থেকে জানানো হয়েছে, মময়মনসিংহ, নওগাঁ, সিরাজগঞ্জ, রাজশাহী ও রংপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো আরে বিস্তৃত হবে।


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়