ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝড়ের সম্ভাবনা কম, স্বাভাবিক বৃষ্টি থাকবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝড়ের সম্ভাবনা কম, স্বাভাবিক বৃষ্টি থাকবে

আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের কিছু কিছু জায়গায় স্বাভাবিক বৃষ্টি হতে পারে।

সোমবার (০৪ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে মাত্রাটা বেশি হবে না। কারণ থেমে থেমে বৃষ্টি হবে। এ কারণে তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকবে।

ঘূর্ণিঝড় ‘আম্ফান’র বিষয়ে তিনি বলেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।  দু’চার দিনের মধ্যে এটি কোন দিকে যাবে সেটি বোঝা যাবে।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়