ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া

ঈদের দিন সোমবার সকালে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে সারা দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর,  ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমন অবস্থা ঈদের পরের দিনেও থাকতে পারে।

রোববার (২৪ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুহুল কুদ্দুস এসব তথ্য জানিয়েছেন।

ওই আবহাওয়াবিদ বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা  আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি কেটে যাবে।

সোমবার ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এছাড়া, আগামী পাঁচ দিন পর  সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়