ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় ‘মেঘবাড়ি’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘মেঘবাড়ি’

আরিফ সাওন :  ‘একটি বাড়ি হলে মন্দ কী! নীল বাড়ি। আসমান আসমান লাগবে। ছাদে দাঁড়াইলে মনে হবে আসমানে দাঁড়াইয়া আছি।’ তরিকও জুড়ে দিত সাথে, ‘ও মেঘ, বাড়ির সব কি তোমার মনের মতই হইবো নাকি? আমাদের অধিকার নাই? আমি নাম ঠিক করবো বাড়িটার। আসমান বাড়ি না, বাড়ির নাম রাখব ‘মেঘবাড়ি’, হু? এরকম আরো কয়েকটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘মেঘবাড়ি’ গ্রন্থ।

বইটি লিখেছেন সুরাইয়া হেনা। প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন শাকীর এহসানুল্লাহ।

বইটিতে ১১টি গল্প রয়েছে। গল্পগুলো হচ্ছে-মেঘবাড়ি, নীল চোখের গল্প, কোনো এক বর্ষার বিকেলে, জীবন কয়েক মুঠো শব্দে, সোনালী সাঝের ভালোবাসারা, এক টুকরো আকাশ, কৃষ্ণচূড়া, ডাকবাক্স, পদ্মজল, মৌনতা ও রক্তজবায়।

ছোটবেলা থেকেই লেখালেখিতে হাতেখড়ি। ২০১৫ ও ২০১৬ সালের বইমেলায় বেশকিছু সংকলনে ছিল তার লেখা ছোটগল্প ও কবিতা।

হেনা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যায়নরত। লেখাপড়ার পাশাপাশি কাজ করছেন একটি স্পানিশ এনজিওতে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়