ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

একটা শব্দ থেকে একটা গল্প: ম্যারিনা নাসরীন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একটা শব্দ থেকে একটা গল্প: ম্যারিনা নাসরীন

আরিফ সাওন : ‘আমি দুভাবে লিখি। প্রথমত, আমি আগে বিষয়টা ভাবি, তা মাথার মধ্যে গোছাতে থাকি। গোছানো শেষ হলে পরে লিখতে শুরু করি। এক টানে লিখে ফেলতে পারি। দ্বিতীয়ত, একটা শব্দ মনে হলো, ঠিক করলাম ওটি দিয়ে শুরু করব, সেই শব্দ দিয়েই একটা গল্প তৈরি করি।’

বুধবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এ ‘সমকালীন সাহিত্য ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ম্যারিনা নাসরীন এ কথা বলেন। গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে রাইজিংবিডি স্টলে দ্বিতীয়বারের মতো এ বৈঠকের আয়োজন করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

‘সমকালীন গল্প নিয়ে আলোচনা করতে গিয়ে নাসরীন বলেন, সমকালীন বলতে আমার কাছে আসলে তেমন কিছু আলাদা করে বোঝায় না। এই সময়ে বসে আমি যদি মুক্তিযুদ্ধের গল্প লিখি সেটা কিন্তু আমার সময়ের না। মুক্তিযুদ্ধের গল্প মানে মুক্তিযুদ্ধের সময়ের। আমি ভবিষ্যতের অনেক গল্প লিখতে পারি এই সময়ে বসে। লিখছেনও অনেকে। সমকালীন বলে সমকালীন কথার মধ্যে গন্ডিবদ্ধ করে ফেলা হয় বিষয়টা।’

‘ভবিষ্যতে যেটা হতে পারে সেটা কল্পনা শক্তি দিয়ে আমরা ধরতে পারি। একটা দেশের পরিবেশ বলেন, বা আমরা যে বিভিন্ন ধরনের সাইন্সফিকশন পাই, সেগুলোর মধ্যে ভবিষ্যতকে নিয়ে অনেক লেখা আছে। লেখার মধ্য দিয়ে এখন থেকে আরো দুই হাজার বছর আগে চলে যাচ্ছি আমরা। তখন কী হতে পারে, তখন পরিস্থিতি কেমন থাকতে পারে বা পরিবেশ কেমন থাকবে, সেভাবে লিখছি। আবার আমরা হাজার বছর আগের কোনো গ্রিক ঘটনা লিখছি।’

‘সুবোধ ঘোষ তার ফসিল গল্পটা ১৯৪০-এর দশকে লিখেছেন। সেই গল্প পড়লে মনে হবে সেটি আজকের জন্য যেমন জরুরি, একশ বছর পরও একই রকম জরুরি। সে রকম কালজয়ী গল্প আমরা কতটা লিখতে পারছি’- সঞ্চালক মনি হায়দারের এমন প্রশ্নের জবাবে নাসরীন বলেন, ‘সেটা যদি আমি এই সময়ে বসে লিখি, সাধারণভাবে এখনকার গল্পে এই সময়ের পরিবেশের একটা প্রভাব ফেলবে। আমরা যদি সচেতনভাবে লিখতে যাই যে, আমরা কালজয়ী হওয়ার জন্য লিখব, তাহলে বলব, কোনো সাহিত্যিক বা লেখক ইচ্ছে করলেই লিখতে পারেন না। তবে বর্তমান সময়কে সেভাবেই লেখা- যে চিত্র, পরিবেশ ও চারপাশের যে প্রেক্ষাপট, তা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং সবচেয়ে বড় কথা লেখা যদি মানুষের মনে ঢুকিয়ে দিতে পারি, তাহলে তা কালের বিচারে টিকবে।’

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়ের সভাপতিত্বে ও সাহিত্যিক মনি হায়দারের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন এ সময়ের জনপ্রিয় ছয় লেখক। তারা হলেন- মাসউদ আহমাদ, মোজাফফর হোসেন, ম্যারিনা নাসরীন, মাহবুব ময়ূখ রিশাদ, এনামুল রেজা ও শাশ্বত নিপ্পন।

এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির সহকারী বার্তা সম্পাদক রাসেল পারভেজ, রাইজিংবিডির সহসম্পাদক সাইফ বরকতুল্লাহ।




রাইজিংবিডি/ঢাকা/ ২৩ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়