ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সব ভালো গল্প কালজয়ী হয় না: মাহবুব ময়ূখ রিশাদ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব ভালো গল্প কালজয়ী হয় না: মাহবুব ময়ূখ রিশাদ

আরিফ সাওন : ‘আমি কিংবা সবাই যারা লিখছেন- ভাষা, আঙ্গিকের বিচারে ভবিষ্যতে গল্পের আবেদন কেমন হবে, টিকবে কি টিকবে না, তা শুধু ভালো গল্পের ওপর নির্ভর করে না। গল্প তো প্রচুর লেখা হয়। ভালো গল্পের সঙ্গে গল্পের বলার ধরনও ভালো হতে হবে। ভাষা এবং আঙ্গিকও খুব গুরুত্বপূর্ণ। ভাষা সরল রেখেও গল্পের গুরুত্ব বাড়ানো যায়।’

বুধবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলায় ‘সমকালীন সাহিত্য ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গল্পকার মাহবুব ময়ূখ রিশাদ এসব কথা বলেন। গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে রাইজিংবিডি স্টলে এ বৈঠকের আয়োজন করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

মাহবুব ময়ূখ রিশাদ বলেন, ‘আমি ছোটবেলা থেকে গল্প লিখছি। ক্লাস সেভেন-এইট, এ রকম সময়ে। আজ পর্যন্ত আমি শুধু গল্প লিখছি, গল্প ছাড়া আর কিছু লিখব না। তবে গল্প বলার নিজস্ব ধরন এসেছে অনেক পরে। আমার পাঠের অভ্যাস পরিবর্তনের পর। এক সময় আমার মনে হলো- আমি কী লিখবো? অনেক গল্পই তো লেখা হচ্ছে। বই আকারে, সহিত্য কাগজে গল্প আসছে। এখন অবশ্য সাহিত্য কাগজের সংখ্যা কমে এলেও এক সময় দৈনিক পত্রিকার পাতায় সাহিত্য বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হতো। এত সব গল্পের ভিড়ে আমি আসলে কী ধরনের গল্প লিখব- এ নিয়ে আমার দ্বন্দ্ব ছিল।’

‘একদিন মনে হলো, আমি যেভাবে দেখব, সেভাবে লিখব। সেই গ্রামীণ পরিবেশ-প্রেক্ষাপট আমার খুব বেশি দেখা হয় না এখন। গ্রাম নিয়ে লিখলে বানোয়াট মনে হবে, সেটা বিশ্বাসেযোগ্য মনে হবে না। তাই আমি নাগরিক জীবনের গল্পই লিখি।’

‘রিশাদ মনে করেন, গল্প কালজয়ী হতে গেলে গল্পের পটভূমি, ভাষা, আঙ্গিক ও ফর্ম সবই প্রভাব রাখে। শুধু প্রেক্ষাপট বা উপাদান দিয়েও গল্প কালজীয় হয় না। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যেভাবে লাতিন অমেরিকায় তার নানার কাছে শোনা গল্পকে তার গল্পের উপযোগী করে জাদুবাস্তবতার ধাঁচ তৈরি করে দিয়েছেন, এখন আমরা যদি ওই ধাঁচে গল্প লিখতে যাই, তাহলে বিপদে পড়তে হবে। আমার কি প্রয়োজন ওই লাতিন জাদুবাস্তবতা?’

‘আমাদের এখানে অনেক উপদান রয়েছে, যেগুলো নিয়ে আমরা লিখছি না। জাদুবাস্তবতার মতো কিছু গল্প লেখার চেষ্টা করেছি আমিও। কিন্তু লেখার পরে দেখলাম, আমি তো ভিনদেশি কিছুই নিচ্ছি। লাতিন বলয়ে ঢুকে গিয়ে লিখছি।’

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়ের সভাপতিত্বে ও সাহিত্যিক মনি হায়দারের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন এ সময়ের জনপ্রিয় ছয় লেখক। তারা হলেন- মাসউদ আহমাদ, মোজাফফর হোসেন, ম্যারিনা নাসরীন, মাহবুব ময়ূখ রিশাদ, এনামুল রেজা ও শাশ্বত নিপ্পন।

এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির সহকারী বার্তা সম্পাদক রাসেল পারভেজ, রাইজিংবিডির সহসম্পাদক সাইফ বরকতুল্লাহ।




রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়