ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় দীপু মাহমুদের নতুন উপন্যাস আলমপনা

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় দীপু মাহমুদের নতুন উপন্যাস আলমপনা

রাইজিংবিডি ডেস্ক : আলমপনা উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ইতিহাসে আড়ালে থেকে যাওয়া নবাব সিরাজউদদৌলার পুত্র জমিদার যুগলকিশোর রায়চৌধুরী। তিনি মৃত্যুকালে পুত্র কৃষ্ণনাথ রায়চৌধুরীর কাছে নিজ পরিচয় জানিয়ে যান এবং তার মরদেহ দাহ না করে কবরে সমাহিত করার জন্য বলেন। জমিদার যুগলকিশোর রায়চৌধুরীর মা হীরা।

নবাব সিরাজউদৌলার সঙ্গে বিয়ের পর তার নাম হয় আলেয়া। নবাব আলিবর্দি খান নিজে এই বিয়ের ব্যবস্থা করেন। আলমপনা নবাব সিরাজউদদৌলা ও তাঁর পুত্র জমিদার যুগলকিশোর রায়চৌধুরীর দেশপ্রেম ও সাহসের কাহিনি। আলমপনা ইতিহাসের দুই নায়কের জীবনে ঘটে যাওয়া এক করুণ আখ্যান।

আলমপনা উপন্যাসটি লিখেছেন দীপু মাহমুদ। অমর একুশে বইমেলায় (২০১৯) বইটি পাওয়া যাবে পার্ল পাবলিকেশন্স প্রকাশনীতে (প্যাভিলিয়ন ২৩)।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়