ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রথম উপন‌্যাস নিয়ে মেলায় সালমা তালুকদার

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম উপন‌্যাস নিয়ে মেলায় সালমা তালুকদার

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) সালমা তালুকদারের প্রথম উপন‌্যাস ‘প্রত্যাবর্তন’ প্রকাশিত হয়েছে।

‘প্রত্যাবর্তন’ উপন‌্যাস সম্পর্কে সালমা তালুকদার রাইজিংবিডিকে বলেন, আমাদের সমাজ নারীদের ছোটবেলা থেকে কিছু সংস্কারের মাঝে বড় করে। যা মৃত্যুর আগ পর্যন্ত একজন নারী লালন করে। এমনকি কখনো যদি জীবনের গতিপথ পরিবর্তনের সুযোগ আসে, তবু সমাজের কথা চিন্তা করে একজন নারী কিছুতেই সামনে এগোতে চায় না। অনেক সময় নারী তার জীবনের চরম কষ্ট মেনে নিতে রাজি থাকে। পরিবর্তনের পথটা সুন্দরভাবে এড়িয়ে চলে। এমন দোটানা প্রত্যাবর্তন গল্পের প্রধান চরিত্র আয়শার জীবনেও এসেছিল। তবে অন্য সব নারীদের থেকে আয়শা চরিত্র একটু অন্যরকম। আয়শা চেষ্টা করেছে সাদাকালো জীবনটাকে রঙের ভেলায় ভাসাতে।

গ্রন্থটি প্রকাশ করেছে প্রিয়বাংলা প্রকাশন। এটির প্রচ্ছদ করেছেন শ ই মামুন। ৬৪ পৃষ্ঠা বইটির দাম ১৬০ টাকা।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়