ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজ আকাশে চাঁদ নেই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ আকাশে চাঁদ নেই

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে অয়েজুল হকের চতুর্থ উপন্যাস ‘আজ আকাশে চাঁদ নেই’।

উপন‌্যাসের কাহিনি: দুটো আকাশ। একটা আকাশের, একটা মনের। আকাশে চাঁদ ওঠে, মেঘে ঢেকে যায়। মনের আকাশেও চাঁদ আছে। সে চাঁদ ও মাঝে মাঝে ঘোরকালো মেঘের আবরণে ঢাকা পড়ে। আজ আকাশে চাঁদ নেই। কার সে আকাশ? কেনই বা সে আকাশ ব্যাথার সব কালো কালো মেঘে ঢাকা পড়ে যায়? কাবুল নামের গরিব পরিবারের এক তরুণ বেকার যুবক। লেখালেখি তার শখ। গল্পের মাধ্যমেই পরিচয় মেঘলা নামের এক ধনীর দুলালির সাথে। মেয়েটার অদ্ভুত বায়না, কাবুলকে সে বিয়ে করতে চায়। সত্যিকারের একজন মানুষ কী পারে সদ্যস্নাত প্রস্ফুটিত গোলাপ ছুড়ে ফেলে দিতে? কাবুলও পারেনি। কাবুলকে বিয়ে করে যেদিন মেঘলা তার শ্বশুর বাড়ি ওঠে সেদিনই নেমে আসে ঝড়। ধনী গরিবের ভেদাভেদ, হিংসার রোষানলে এলোমেলো হয়ে যায় সব। প্রভাব প্রতিপত্তির দাপট খাটিয়ে কাবুলের ঘাড়ে চাপিয়ে দেয়া হয় অপহরণের অভিযোগ। মেঘলা চুপচাপ মেনে নেয় সবকিছু। কিন্তু কেন? যে মেয়েটা তার জন্য সব বিসর্জন দিতে পারে, মানবিক কাবুল বুঝে উঠতে পারে না তার অদ্ভূত আচরণ। ধনী মানুষ সবাই কী এমন স্বার্থপর? নিঃস্বার্থপরতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে লেখক আনোয়ার নামক একজন বিত্তবান মানবিক মানুষকে টেনে এনেছেন। কাবুলকে সন্তানের মতো ভালোবাসার মানুষ আনোয়ার সাহেবের সাথে কাবুলের পরিচয় কিছুটা অলৌকিকভাবেই। বুকের ভেতর হু হু করে বয়ে চলা ব্যাথায় ব্যাথিত জীবনেও তার সাহায্য গ্রহণ করতে যায়নি কাবুল। যে ভুলে যায় তাকে ভুলে যেতে দিতে হয়।

বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ। বইমেলার ২৩৪ ও ২৩৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়