ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রথম উপন‌্যাস নিয়ে মেলায় মাহমুদ নোমান

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম উপন‌্যাস নিয়ে মেলায় মাহমুদ নোমান

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে মাহমুদ নোমানের প্রথম উপন‌্যাস ‘জোছনাপোড়া ছায়া’।

বইটির প্রচ্ছদ করেছেন রাজদীপ পুরী। এটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স (২৭০ নম্বর স্টল)।

উপন‌্যাসটি সম্পর্কে মাহমুদ নোমান রাইজিংবিডিকে বলেন, এটি আমার লেখা প্রথম উপন্যাস। একটিমাত্র স্বপ্নে শুরু এবং স্বপ্নের শেষে উপন্যাসের সমাপ্তি। হাহাকার আরো বাড়িয়ে দিয়েছে যখন স্বপ্নের শেষ হতেই উপন্যাসের মূল চরিত্রকে মৃত্যুদণ্ডের জন্য হাতকড়া বা অসহনীয় জীবনের হাতছানি। পাঠক উপন্যাসের শেষে এসে ভাবতে বাধ্য হবে- স্বপ্নটি আরো দীর্ঘায়িত করা যদি যেতো, আরেকটু প্রেম প্রেম ভাব, আরেকটু শিহরণ, একটি স্বপ্ন আর কতটুকু বাড়ানো যায়, কেউ মানতে চাইবে না।

তিনি বলেন, জোছনাপোড়া ছায়া উপন্যাসে বলতে চেয়েছি প্রেম হারিয়ে যখন মানুষ ছটফট করে। আদতে প্রেম হারালে যখন আর কিছু হারানোর থাকে না। তখন সে প্রেমের স্পর্শ, একটু ইশারা, কীভাবে কথা বলা অথবা শারীরিক ও মানবীয় সৌন্দর্যের অতলে হাতড়াতেই থাকে। একটি ছায়া খুঁজে চলে কাতর হৃদয় এদিক-ওদিক, কেবল অভিশপ্ত জীবনটাকে কাটিয়ে দেবার জন্য তেমন একটি  জোছনাপোড়া ছায়া।



ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়