ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’

ঢাকার আকাশে ওড়ে অজস্র ড্রোন, বিদ্যুতে চলে বাস, অ্যাপস নিয়ন্ত্রিত চালকবিহীন গাড়ি। হুভার বোর্ডে উড়ে যাওয়া মানুষ দেখলে মনে হয় পাখি। চোখের পলক ফেললে মেলে কাঙ্ক্ষিত বস্তু।

এই দেড়শ বছর পরের ঢাকায় নিজেকে আবিষ্কার করে রিমেক। তার মৃত্যু হয়েছিল ২০২০ সালে। এরপর অন্য এক পুরুষের শরীরে সে ফিরে আসে।

রিমেক বুঝে উঠতে পারে না কেন এমন হলো! সে কেন ফিরে এল! এ রহস্যের কিনারা করতে সে পালায়, পুলিশের সঙ্গে মারামারি করে। তার পরিচয় হয় নতুন মানুষদের সঙ্গে, ট্রাভেলের অতীতের সঙ্গে। বুঝতে পারে সে ব্রেইন ট্রান্সপ্ল্যান্টের শিকার।

এভাবে বিস্ময়কর ঘটনাবলি নিয়ে লেখা হয়েছে সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’। এর লেখক ঔপন্যাসিক সালাহ উদ্দিন শুভ্র।

তিনি জানান, সায়েন্স ফিকশনটি মেলায় ৭১৮ নম্বর বৈভবের স্টলে প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

এটি লেখকের দ্বিতীয় উপন্যাস হলেও প্রথম সায়েন্স ফিকশন। এর আগে রহস্যধর্মী উপন্যাস ‘গায়ে গায়ে জ্বর’ লিখেছিলেন ২০১৪ সালে। ২০১৯ সালের বইমেলায় আসে তার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মেয়েদের এমন হয়’। প্রথম ২০১১ সালে তিনি গল্পগ্রন্থ ‘মানবসঙ্গবিরল’ দিয়ে লেখালেখির জগতে পা রাখেন তিনি।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়