ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের ডিসটোপিয়ান উপন্যাস ‘তিমিরযাত্রা’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের ডিসটোপিয়ান উপন্যাস ‘তিমিরযাত্রা’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কথাশিল্পী মোজাফ্ফর হোসেনের প্রথম উপন্যাস ‘তিমিরযাত্রা’।

বাংলাদেশের ডিসটোপিয়ান ঘরানার এই উপন্যাসে এক ঘরে অন্ধকারে বসে থাকে বাবা। একা। কারো সঙ্গে কথা বলে না। অন্য ঘরে এক ধর্ষকামী পুরুষের যৌনদাসত্ব স্বীকার করে নেয় মা। মাঝের ঘরে বেড়ে ওঠে এক কিশোর। উপন্যাসের নায়ক। বড় হয়ে সে নিজের যৌনপরিচয় নির্ণয় করতে একের পর এক নগ্ন নারীর সামনে দাঁড় করায় নিজেকে। গৃহে একসঙ্গে স্বামী-স্ত্রী-সন্তান পরিচয়ে থাকলেও এই তিনজন মানুষের আলাদা একটা পরিচয় আছে। তাদের সেই গোপন পরিচয় এবং অস্বাভাবিক আচরণের কারণ পাঠক জানবেন কতগুলো বিস্মৃত মানুষের অনির্ভরযোগ্য বয়ানে। মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মানবিক অবক্ষয় ও ব্যক্তিগত হতাশার নতুন গল্প নিয়ে এই উপন্যাস লেখা। মোজাফ্ফরের নির্মেদ গদ্য, অকপট ভাষা, জাদুবাস্তবতা-পরাবাস্তবতা, আকর্ষণীয় নির্মিতি সব মিলে পাঠক একটি রহস্যমণ্ডিত গল্পের ভেতর নিজেকে আবিষ্কার করবেন।

বইটির প্রচ্ছদ এঁকেছেন গৌতম ঘোষ। উপন্যাসটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশনস। একই প্রকাশনী থেকে লেখকের এক্সিম-ব্যাংক অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কারপ্রাপ্ত গল্পগ্রন্থ ‘অতীত একটা ভিনদেশ’, ছোট গল্পবিষয়ক বই ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ ও গবেষণা গ্রন্থ ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’ প্রকাশিত হয়েছে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়