ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় নতুন উপন‌্যাস ‘ঝড়ের আগে অথবা পরে’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় নতুন উপন‌্যাস ‘ঝড়ের আগে অথবা পরে’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে তাশরিক-ই-হাবিবের উপন‌্যাস ‘ঝড়ের আগে অথবা পরে’।

‘ঝড়ের আগে অথবা পরে’ সাইকোলজিক‌্যাল ক্রাইম থ্রিলার। এর পটভূমি ২০১৯ সালের রাজধানী ঢাকা। এ শহরে প্রতিদিন খুন, গুম, আত্মহত‌্যা, গ‌্যাং রেপ, পুলিশের মামলা ও আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতনের নানা ঘটনা ঘটে। মিডিয়াতে সেসব ঘটনা প্রকাশিতও হয়, নিজস্ব বয়ানে। মানবিক মূল‌্যবোধের অবক্ষয়, ব‌্যক্তিজীবনের গোপন অন্ধকার, সামাজিক নিষেধাজ্ঞা ও অবদমনের পরিণতিতে তা যৌনচেতনা ও আবেগীয় বহিঃপ্রকাশের নেতিবাচকতাকে রূপায়িত করে। নর-নারীর সহজাত সম্পর্কের সমান্তরালে সমলৈঙ্গিক মানুষের নিষিদ্ধ চালচিত্রকে এর আগে বাংলাদেশের কথাশিল্পে এত অকপটে পাওয়া যায়নি।

জীবন যেখানে ভাঙচুর, উন্মাদনা আর প্রবল নিষ্পেষণের নামান্তর, সেখানে পেটের ক্ষুধার সমান্তরালে দেহের কামনা-বাসনা চরিতার্থ করাও রক্ত-মাংসের মানুষের অন‌্যতম চাহিদা। স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকার পরিচিত সম্পর্কের পাশাপাশি এ উপন‌্যাসের কুশীলবরা সমাজ-ধর্মনিষিদ্ধ সম্পর্কেও যুক্ত হয় নিছক মানবিকতার টানে, যার নাম বন্ধুত্ব।

গ্রন্থটি প্রকাশ করেছে পরানকথা। এটির প্রচ্ছদ করেছেন সঞ্জীব দাস। দাম ৩৫০ টাকা।

 

ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়