ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বইমেলায় ‘গারো লোকগল্প’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘গারো লোকগল্প’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে ‘গারো লোকগল্প’। বইটি লিখেছেন ম্যাগডিলিনা মৃ।

বইটি বের করেছে পেণ্ডুলাম প্রকাশন। এটির প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন করেছেন আল নোমান। দাম ১৩৫ টাকা।

বাংলাদেশ ও ভারতের মেঘালয়ে বসবাসকারী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী গারো জনগোষ্ঠীদের একটি স্বতন্ত্র ধর্মমত রয়েছে। তাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত সৃষ্টিতত্ত্ব এবং লোকাচারের ভিত্তিতে গড়ে উঠেছে তাদের ধর্ম বিশ্বাসময় সাংস্কৃতিক জীবন। তাদের নিজস্ব সংস্কৃতির বীজমন্ত্র মূলত তাদের লোকাচারের মধ্যেই নিহিত। আর সেই লোকসাহিত্যে গারোদের আদি নিবাস আচিক আসং (মেঘালয়ের গারো পাহাড়) থেকে আসাম হয়ে বাংলাদেশ পর্যন্ত বসবাসকারীদের মুখে মুখে প্রচলিত অসংখ্য লোকগল্প (কলাগাছের বিয়ে, টুনটুনি, ভূত শ্রমিক ইত্যাদি) রয়েছে। বিভিন্ন পশুপাখি, জীবজন্তুকে কেন্দ্র করে প্রচলিত এই লোকগল্পগুলোতে রয়েছে পুরাণকথা, ব্যঙ্গকথা, নীতিকথা, ব্রতকথা, রোমান্স, সৃষ্টিতত্ত্ব। এই বইটিতে বাংলাদেশ ও ভারতের মেঘালয় ও আসামে বসবাসকারী গারোদের মধ্যে প্রচলিত ২৩ টি লোক গল্প রয়েছে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়