ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বইমেলায় এসেছে ‘মদ এক স্বর্ণাভ শিশির’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় এসেছে ‘মদ এক স্বর্ণাভ শিশির’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কথাসাহিত‌্যিক ইশরাত তানিয়ার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মদ এক স্বর্ণাভ শিশির’।

অস্তিত্বের রহস্য, অন্তর্ঘাতী বেদনার প্রতিফলন এবং অস্থির সময়ে সব ছাপিয়ে বেঁচে থাকার উদযাপন অক্ষরে সাজানো ‘মদ এক স্বর্ণাভ শিশির’ বইটির গল্পগুলো।

গ্রন্থটি সম্পর্কে ইশরাত তানিয়া রাইজিংবিডিকে বলেন, গল্প নয়, গদ্যও নয়, তারও কিছু অধিক। মাঝের এক পথ- কাঁটাতার। যা ক্রমশ বড় হয়ে ওঠে। জুনাই বিবির অভিযোজন থেকে শুরু যে যাত্রার, তার দুপারে সবুজ জীবন অথচ পা পিছলে গেলেই বিপর্যয় অবশ্যম্ভাবী। সেই বিপজ্জনক পথেই হেঁটেছি। এখানে বস্তুতে প্রাণের সঞ্চার ঘটেছে। কখনও রূপকের আড়ালে আঁকা আছে ভেঙে যাওয়া সমাজ। ব্যক্তির অন্তর্ঘাতময় জীবন। যা আসলে এই সময়ের কথা, যেখানে গোটা সমাজ নিজেই আত্মহননের পথে। হয়ত সজ্ঞানেই।

তিনি বলেন, ব্যক্তি থেকে সমষ্টি না হয়ে ওঠার সংকটদীর্ণ মানুষ সমষ্টির প্রতি তীব্র শ্লেষময় বিস্ফোরণ পর্বে রেখে যায় গ্রাফিতি। ‘মদ এক স্বর্ণাভ শিশির’ গল্পবইটি সেই দেয়ালচিত্র। স্প্লিনটারের সাথে সেখানে ছড়িয়ে আছে রক্ত-অশ্রু-প্রেম এবং এই মুষলকাল।

বই: মদ এক স্বর্ণাভ শিশির

প্রকাশক: দেশ পাবলিকেশন্স

প্রচ্ছদ: রাজীব দত্ত

পৃষ্ঠা সংখ্যা: ১২৮

দাম: ২৮০ টাকা

স্টল নম্বর: ২৫৩, ২৫৪, ২৫৫

 

ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়