ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘চোখের জলে পাঠকের ভালোবাসার ঋণ শোধ করি’ (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চোখের জলে পাঠকের ভালোবাসার ঋণ শোধ করি’ (ভিডিও)

‘এবারের বইমেলা খুব গোছানো, পরিচ্ছন্ন। ধুলা নাই। স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা চত্বর, স্বাধীনতা সরোবর- সব মিলিয়ে বইমেলাটা স্বপ্নের মতো সুন্দর! শেষের দিকে এসে বই বিক্রিও ভালো হচ্ছে।’—রাইজিংবিডির সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক।

বইমেলার পরিসর বেরেছে। বর্ধিত পরিসরে গত কয়েক বছর ধরে মেলা হচ্ছে। তারপরও কিছু ত্রুটি থেকে যায়। পরামর্শ দিয়ে আনিসুল হক বলেন, ‘অনলাইনে আমাদের তথ্য দিতে হবে। বইমেলার স্টলগুলোর একটা গুগল ম্যাপ লাগবে। মুঠোফোনের মাধ্যমে যে কেউ যেন কাঙ্ক্ষিত স্টলে পৌঁছে যেতে পারেন। এটা খুব সামান্য একটা কাজ। সবগুলো বইয়ের নাম ও প্রকাশকের নাম এন্ট্রি করে দেওয়া কোনো ব্যাপার নয়। এটা আমাদের প্রকাশকরা চাইলেই পারেন।’

লেখক জীবনে পাঠকের যে ভালোবাসা পেয়েছেন তাতে মুগ্ধ এই কথাসাহিত্যিক। তার ভাষায়—‘আমার পাঠকদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো শেষ নাই। আমি একটি বই লিখেছিলাম ‘মা’। এটি মুক্তিযুদ্ধের বই। পাণ্ডুলিপি তৈরি হওয়ার পর প্রকাশককে যখন বইটি দেই, তখন তাকে বলেছিলাম, এই বইটি বিক্রি হবে না। কারণ এটি সিরিয়াস একটি বই। তবু আপনি করেন। এতে আপনার প্রেস্টিজ বাড়বে। অনিচ্ছা সত্ত্বেও ‘সময় প্রকাশনী’ বইটি প্রকাশে রাজি হয়। ওই বইটির আজ শততম মুদ্রণ হচ্ছে। এটি বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কোনো জীবিত লেখকের উপন্যাস।’  

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের পাঠক খুবই ভালো। তাদের ভালো বই দিলে তারা গ্রহণ করেন। আমি ক্রিকেটার না, ব্যান্ড গায়ক না, সিনেমা করি না, আমি মোশাররফ করিম না, এরপরও তারা আমাকে যে ভালোবাসা দেন তার কোনো তুলনা হয় না। পাঠকের ভালোবাসা কীভাবে শোধ করব! চোখের জলে পাঠকের ভালোবাসার ঋণ শোধ করি।’

দেখুন ভিডিও:


 

ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়